By Sanket Dhar
Published Feb 15, 2023
Hindustan Times
Bangla
অ্যান্টি-ভ্যালেনটাইনস উইক! কবে কোন ডে, রইল হদিশ
ভ্যালেনটাইনস ডে পেরোলেই শুরু হয় অ্যান্টি ভ্যালেনটাইন সপ্তাহ। সপ্তাহের এক একদিন এক একেকটি ডে।
স্ল্যাপ ডে ১৫ ফেব্রুয়ারি। চড় মারার দিন আজ। যার কাছ থেকে দুঃখ পেয়েছেন তাকেই মারতে পারেন।
১৬ ফেব্রুয়ারি কিক ডে। এই দিন সমস্ত দুঃখ ও ব্যথাকে পদাঘাত করে বিদায় জানানোর দিন।
পারফিউম ডে ১৭ ফেব্রুয়ারি। যাঁদের ব্রেকআপ হওয়ার কথা, তারা উপহার দিয়ে এই দিন সমস্যা মিটিয়ে নিতে চান।
ফ্লার্ট ডে ১৮ ফেব্রুয়ারি। ভালো লাগার মানুষকে অনেক দিন ধরেই ফ্লার্ট করতে চান। এই দিন ভালো সুযোগ।
কনফেশন ডে ১৯ ফেব্রুয়ারি। এই দিন ভালো লাগার মানুষকে জানিয়ে দেন মনের কথা।
মিসিং ডে ২০ ফেব্রুয়ারি। প্রিয় মানুষকে মিস করছেন। এই দিন জানানোর সুযোগ পাচ্ছেন।
২১ ফেব্রুয়ারি ব্রেক আপ ডে। প্রাক্তনের সঙ্গে এই দিন সম্পর্ক বিচ্ছেদ করে দেওয়ার দিন।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন