Hindustan Times
Bangla

'অনুপমা'-খ্যাত রূপালির জন্মদিনের পার্টিতে এক ঝাঁক তারকা! দেখুন তাক লাগানো সব ছবি

৪৬ বছরে পা রেখেছেন অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায়

একের পর এক জনপ্রিয় হিন্দি সিরিয়ালে অভিনয় করে বলিপাড়ায় প্রতিষ্ঠিত নাম রূপালি

এ বছর ইন্ডাস্ট্রির সহকর্মী এবং বন্ধুদের নিয়ে বড় করে জন্মদিন সেলিব্রেশন করেছেন 'অনুপমা' অভিনেত্রী

‘সারাভাই ভার্সেস সারাভাই’, সাহেব, 'মেরা ইয়ার মেরা দুশমন', 'অঙ্গারা’র মতো ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা কুড়িয়েছেন রূপালি

অভিনেত্রীর জন্মদিন পার্টিতে যোগ দিয়েছেন  অস্কার বিজয়ী প্রযোজক গুনিত মঙ্গা, অনুপমা ধারাবাহিকের টিম

রূপালির জন্মদিন পার্টির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

যোগ দিয়েছেন সতীশ শাহ, গায়ক পলক মুচ্ছল, বিকাশ গুপ্তা, শিবাঙ্গী জোশি, সুম্বুল তৌকির খান 

তারকা খচিত পার্টিতে যোগ দিতে দেখা গিয়েছে আয়েশা সিং, ডাব্বু রত্নানিদেরও