By
Published 18 Dec, 2024
Hindustan Times
Bangla
সদ্য সাতপাকে বাঁধা পড়েছেন অনুরাগ কাশ্যপের মেয়ে আলিয়া। দীর্ঘদিনের প্রেমিক শেন গ্রেগোয়ারের গলায় মালা দিয়েছেন তিনি।
তবে আইনি বিয়েটা বাকি ছিল। এবার সেটাও সেরে ফেললেন আলিয়া-শেন।
মেয়ে আলিয়ার সঙ্গে বিদেশি জামাই শেন গ্রেগোয়ারের রেজিস্ট্রি বিয়ের ভিডিয়ো পোস্ট করেছেন আরতি বাজাজ।
মেয়ের রেজিস্ট্রির দিন মজাদার ভূমিকায় ধরা পড়লেন অনুরাগ কাশ্যপ। বারবার ওড়না টেনে আলিয়াকে ঘোমটা দিয়ে দিতে দেখা গেল তাঁর পরিচালক বাবাকে।
যতবার ওড়না খুলে গেল, ততবারই ফের সেটা মাথায় ঢেকে দিলেন অনুরাগ। কাণ্ড দেখে অলিয়া বলেই বসলেন, ‘এটা কী হচ্ছে!’
প্রাক্তন স্বামীর কাণ্ড দেখে আরতি বাজাজ তখন বলে ওঠেন, ‘এগুলো সবই পাঞ্জাবি বাবা-মায়ের পাগলামো…।'
রেজিস্ট্রির পর তখন একে অপরের মধ্যে ডুবে রয়েছেন আলিয়া ও শেন।
আলিয়া কাশ্যপ ও শেন গ্রেগোয়ারের রেজিস্ট্রি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুধু তাঁদের দুজনের পরিবার ও আত্মীয়রা।
আলিয়া কাশ্যপের রেজিস্ট্রি অনুষ্ঠানে দেখা যায় পরিচালক ইমতিয়াজ আলিকেও।
বিয়ের পর বরের কাছে যাওয়ার সময় মেয়ে আলিয়াকে মজা করতে দেখে মা আরতি বলেন, 'এটা কী তোমার তো এখন আমাকে জড়িয়ে ধরে কাঁদা উচিত ছিল।'
আরও ওয়েব স্টোরিজের জন্য
আরও ওয়েব স্টোরির জন্য ক্লিক করুন…