Hindustan Times
Bangla

কান ফিল্ম ফেস্টিভ্যালে প্রথম বার অনুষ্কা, পাশে থাকবেন হলিউডের সুপারস্টার

কান ফিল্ম ফেস্টিভ্যালে পুরোদমে অভিষেক চলছে অভিনেত্রী অনুষ্কা শর্মার

খবর অনুযায়ী, চলতি বছর কান ফিল্ম ফেস্টিভ্যালে ডেবিউ করতে চলেছেন অনুষ্কা

যেখানে সিনেমা জগতের নারীদের সম্মান জানানো হবে, সেই অনুষ্ঠানে অংশ নেবেন অনুষ্কা

অনুষ্ঠানে অনুষ্কার পাশাপাশি উপস্থিত থাকবেন 'টাইটানিক' অভিনেত্রী কেট উইন্সলেটও

ভারতের ফরাসি রাষ্ট্রদূত এমানুয়েল লিনাইন টুইট করে এই তথ্য জানিয়েছে

১৬ মে থেকে শুরু হতে চলেছে কান ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৩। ফেস্টিভ্যালটি চলবে আগামী ২৭ মে ২০২৩ পর্যন্ত

কান ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৩ -এ অনুষ্কা শর্মাকে প্রথমবার দেখা যাবে আন্তর্জাতিক রেড কার্পেটে কেট উইন্সলেটের সঙ্গে হাঁটতে

শুধু তাই নয়, এই অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি ভারতীয় মহিলাদের উপযুক্ত সম্মানও জানাবেন