By Moinak Mitra
Published 20 Jan, 2025
Hindustan Times
Bangla
পিছিয়ে গেল আনোয়ার আলি মামলার শুনানি
এআইফএফের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির শুনানি পিছিয়ে গেল ফেব্রুয়ারিতে
জানা যাচ্ছে, এআইএফএফের পিএসসির শুনানি হবে আপিল কমিটির সিদ্ধান্তের ওপর
ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি এআইফএফের আপিল কমিটির কাছে আবেদন জানিয়েছিল
৩রা অগাস্টের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির নির্দেশের বিরুদ্ধে আপিল করেছিল দুই ক্লাব
মোহনবাগান থেকে ইস্টবেঙ্গলে আনোয়ার সই করায় বিষয়টি আনজাস্ট বলেছিল পিএসসি
এরপর ইস্টবেঙ্গল, দিল্লি এবং আনোয়ারের জরিমানা ও শাস্তি দেওয়া হয়, পরে তা স্থগিত হয়ে যায়
আরও পড়ুন