By Sanket Dhar
Published May 23, 2023

Hindustan Times
Bangla

অতি দুশ্চিন্তাতেই টাক পড়ছে নাকি? কী বলছেন বিশেষজ্ঞরা

দুশ্চিন্তা আর মন খারাপ আজকাল নিত্যদিনের সঙ্গী।

কাজের জায়গা থেকে বাড়ির নানা বিষয়, দুশ্চিন্তা যেন লেগেই আছে।

কিন্তু এই দুশ্চিন্তাই কি চুল পড়ার আসল কারণ?

বিশেষজ্ঞদের কথায়, দুশ্চিন্তা ও মানসিক চাপ থেকে শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট হয়।

হরমোনই চুলের স্বাস্থ্য ভালো রাখে। এতে গড়বড় হলেই চুল পড়তে থাকে।

বিশেষজ্ঞদের কথায়, চুল দ্রুত হারে পড়তে থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।