Hindustan Times
Bangla

শুধু মাছ নয়, এই ৬ প্রাণীও ঘুমোতে চায় না মোটে

মাছ মোটে ঘুমোয় না, এ তো জানা কথা। তবে প্রাণীজগতের আরও বেশ কিছু প্রাণী রয়েছে যাদের চোখে ঘুম নেই।

জেলিফিশের তো ঘিলুটাই নেই। ফলে চোখে তাদের ঘুমও নেই। তবে হ্যাঁ, তারাও বিশ্রাম নেয়।

আলপাইন সুইফ্টস একটি বিশেষ ধরনের পাখি। একটানা ২০০ দিন ওড়ার সময় একটুও ঘুমোয় না এরা।

ওরকার ঘুমোনোর স্টাইল শুনলে চমকে যাবেন। এক চোখ বুজে এক চোখ খুলে তাদের ঘুম। তাদের মস্তিষ্কও নাকি অর্ধেক ঘুমোয়, অর্ধেক জাগে।

প্রজাপতিরও চোখে ঘুম নেই। তবে বিশ্রাম নেওয়ার সময় এদের শরীরের তাপমাত্রা ও হার্ট বিট কমে যায় অনেকটা।

ফ্রুট ফ্লাইয়ের ঘুমোনোর কায়দা অদ্ভুত। এই মাছিদের কেউ কেউ দশ ঘন্টা ঘুমোয়। কেউ আবার ঘুমোয়ই না।