By Priyanka Bose
Published 21 Apr, 2023

Hindustan Times
Bangla

সোনম-আনন্দের সঙ্গে IPL-এর ম্যাচ দেখলেন Apple প্রধান টিম কুক, তুললেন সেলফিও

অ্যাপল স্টোরের উদ্বোধন ভারতে এসেছেন অ্যাপলের সিইও টিম কুক

আগামী দিনে ভারতকে কেন্দ্র করেই ব্যবসা করতে চাইছে অ্যাপল। তাই  মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্স এবং  দিল্লিতে সাকেত এলাকায় দু’টি বিলাসবহুল মলের উদ্বোধন করা হয়েছে।

নয়া দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে বৃহস্পতিবার দিল্লি বনাম কেকেআর ম্যাচ দেখতে হাজির ছিলেন টিম কুক

এ দিন ভিভিআইপি গ্যালারিতে অভিনেত্রী সোনম কাপুর এবং আনন্দ আহুজার সঙ্গে বসে ম্যাচ দেখেন টিম কুক

ত্রয়ীর একগুচ্ছ ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়

অ্যাপলের সিইওর সঙ্গে একগুচ্ছ সেলফিও তোলেন সোনম এবং আনন্দ

গ্যালারিতে বসে ম্যাচ দেখছেন সোনম এবং আনন্দ

অ্য়াপল সিইওর সঙ্গে ছবি শেয়ার করে তাঁদের গোটা টিমকে ভারতে নতুন উদ্যোগের জন্য় শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী