Hindustan Times
Bangla

৫৭ বছরে পা দিলেন এ আর রহমান। তাঁর ৩৩ বছরের লম্বা কেরিয়ারে তিনি একাধিক জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কারে সম্মানিত হয়েছেন। কী কী আছে তাঁর পুরস্কারের ঝুলিতে? 

১৯৯২ সালে রোজা ছবির হাত ধরে শুরু হয় রহমানের কেরিয়ার। এরপর কেটে গিয়েছে ৩৩ বছর। কী  কী পুরস্কার পেয়েছেন তিনি? 

রোজা সহ মোট ৭টি ছবির জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। 

স্লামডগ মিলিয়নিয়ার ছবিটির জন্য পেয়েছেন দুটি অস্কার। 

স্লামডগ মিলিয়নিয়ারের জন্যই পেয়েছিলেন বাফটা পুরস্কার। 

আর ডি অ্যাওয়ার্ড ফর নিউ মিউজিক ট্যালেন্ট পেয়েছেন তিনি ১৯৯৫ সালে। 

দুটো ক্রিটিক্স চয়েজ অ্যাওয়ার্ড পেয়েছেন।

১৪ বার ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন রহমান। 

এছাড়া তাঁর ঝুলিতে আছে একটি গোল্ডেন গ্লোবস। 

পেয়েছেন পদ্মশ্রী, পদ্মভূষণ।

এছাড়াও একাধিক জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কারে সম্মানিত হয়েছেন রহমান তাঁর কাজের জন্য।