Hindustan Times
Bangla

ব্রাইডাল মেকআপ করার সময় এই ভুলগুলি করছেন না তো? বিগড়ে যেতে পারে স্পেশ্যাল দিনের লুক

প্রত্যেক কনেই চায় বিয়ের দিন তাঁকে সেরা দেখতে লাগুক। কিন্তু ব্রাইডাল মেকআপে বেশ কিছু ভুলের কারণে কনের সৌন্দর্য নষ্ট হয়ে যেতে পারে।

বিয়ের দিন ব্রাইডাল মেকআপ করার সময় কোন ভুলগুলি করা উচিত নয়?

বিয়ের ২-৩ মাস আগে আপনার ব্রাইডাল মেকআপের ট্রায়াল নিশ্চিত করুন। অপছন্দ হলে, এই মেকআপ ট্রায়াল আপনাকে অন্য লুক বেছে নেওয়ার ক্ষেত্রেও যথেষ্ট সময় দেবে। 

ব্রাইডাল মেকআপ করার সময় খুব বেশি ফাউন্ডেশন লাগাবেন না। প্রাইমার লাগানোর পর ফাউন্ডেশনের পাতলা স্তর আপনাকে সুন্দর এবং প্রকৃত লুক দেবে।

ব্রাইডাল মেকআপে কনের ফাউন্ডেশন থেকে ব্লাশ এবং লিপস্টিক সব কিছু হতে হবে সঠিক শেডের। এ দিন ঠোঁটে নতুন কোনও লাগানোর থেকে বিরত থাকুন।

ব্রাইডাল মেকআপ যেন ওয়াটারপ্রুফ হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

ডিপ নেক ব্লাউজ পরলে গলা এবং ঘাড়ের অংশের মেকআপ করতে ভুলবেন না। 

বিয়ের দিন সুন্দর দেখার চক্করে নতুন এক্সপেরিমেন্ট করবেন না। এতে ব্রাইডাল লুক নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

ব্রাইডাল লুকের ক্ষেত্রে চোখের উপর ড্রাম্যাটিক মেকআপ থেকে বিরত থাকুন। চোখের উপর এমন শেড ব্যবহার করুন যা সুন্দর এবং গ্ল্যামারাস দেখাবে।

বিয়ের দিন অনেক কনে নিজেকে ফর্সা দেখাতে চায়। তবে ত্বকের রংয়ের সঙ্গে মিলিয়ে মেকআপ করলে পারফেক্ট ব্রাইডাল লুক পাওয়া যাবে।