Hindustan Times
Bangla

মেষ থেকে মীন: এই ৬ রাশি ভালোবাসে বিলাসবহুল জীবন, খরচ করে লাগামছাড়া

মানুষের স্বভাব ও বৈচিত্রে গভীরভাবে প্রভাব ফেলে তাঁর রাশি। এই ৬ রাশির লোকেদের পার্টি-প্রেম মারাত্মক। যার জন্য রাশি রাশি খরচ করতেও পিছ পা হয় না। 

মেষ রাশি: মনযোগের কেন্দ্রবিন্দুতে আসতে ভালোবাসে। আর সেই জন্য টাকা খরচ করতেও কোনও কার্পণ্য করে না। 

সিংর রাশি: একটুতেই একঘেয়ে লাগে এদের। বিনোদনের জন্য নতুন নতুন জিনিসের প্রযোজন পড়ে। তাই আয় আর খরচের ভারসাম্য রাখাই কঠিন হয়ে পড়ে। 

ধনু রাশি: এদের নতুন জিনিসের অন্বেষণের স্বভাব রয়েছে। নতুন নতুন বন্ধু বানাতে ভালোবাসে। এদের পার্টি-প্রেম মারাত্মক। 

মিথুন রাশি: এই রাশির জাতক/জাতিকাদের দেখনদারির স্বভাব রয়েছে। লোকের চোখে সেরা হওয়ার শখ, বিপদের কারণ হয়ে দাঁড়ায়। সময়ে রাশ না টানলে মুশকিল।

তুলা রাশি: এরা এমনিতে নরম স্বভাবের। তবে বন্ধুদের দ্বারা বেষ্টিত থাকতে ভালোবাসে। আর এই বন্ধুপ্রেমই খরচ বেশির কারণ হয়ে দাঁড়ায় কখনও কখনও। 

কুম্ভ রাশি: এই রাশির মানুষদের নতুন গাড়ি বা ইলেকট্রনিক্স আইটেম কেনার শখ থাকে। আর নিজেদের শখ পূরণে এরা ভালো পরিমাণ অর্থ খরচ করে থাকে।