Hindustan Times
Bangla

মেষ থেকে মীন: এই রাশিরা ভালো উপার্জন করা সত্ত্বেও গরীবই থেকে যান

গরীব রাশি

এমন কিছু রাশি রয়েছে যারা সারা জীবন অনেক রোজগার করার পরেও আর্থিক স্বচ্ছলতার মুখ দেখতে পারে না। 

চলুন এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন রাশির ব্যাঙ্ক ব্যালেন্সে সারা জীবনই থাকে মন্দা।

মিথুন রাশি

মিথুন রাশির জাতক/ জাতিকারা ভালো উপার্জন করা সত্ত্বেও, অর্থ কোন খাতে সঞ্চয় করবেন তা বুঝে উঠতে ব্যর্থ হন। 

সিংহ রাশি

সিংহ রাশিরা অধিক সময়ে দেখনদারিতে বিশ্বাসী। ফলে তাঁদের খরচও হয় অনেক বেশি। ফলে সঞ্চয় করে উঠতে পারে না। 

তুলা রাশি

তুলারা আয়-ব্যয়ের ভারসাম্য বজায় রেখে চলে। তবে এদের বিলাসবহুল জীবনযাত্রে এদের সঞ্চয়ের পথে বাধা হয়ে দাঁড়ায়।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশিরা জলের মতো অর্থ ব্যয় করতে থাকে। এই কারণে এরা অনেকসময় ঋণেও জড়িয়ে পড়ে। 

কুম্ভ রাশি

কেনাকাটার নেশা কুম্ভ রাশির। এই কারণে অর্থ সঞ্চয়ে সমস্যা হয়।