Hindustan Times
Bangla

মেষ থেকে মীন রাশি: দেখুন কোন ফ্লেবারের আইসক্রিম বেশি পছন্দ

মেষ রাশি তাঁদের সাহসী স্বভাবএবং দুঃসাহসিক জন্য পরিচিত। আইসক্রিমের ফ্লেবার হিসেবে তাই পছন্দ করে সাধারণত স্পাইসি চকোলেট বা দারচিনি। 

বৃষ রাশির আবার পছন্দ ভোগ-বিলাসিতা। তাই আইসক্রিমের ফ্লেবার হিসেবে পছন্দ সল্টেড কেরামেল বা বাটার পেকান।

মিথুন রাশিচক্রের আইসক্রিমের স্বাদে এমন কিছু পছন্দ যাতে রয়েছে বৈচিত্র। মিক্স ফ্লেবার খেতে ভালোবাসে এরা। 

কর্কট রাশি ঐতিহ্যে বিশ্বাসী। তাই এদের পছন্দ ভ্যানিলা ও চকোলেটের মতো ক্লাসিক স্বাদ। 

সিংহ রাশি বরাবরই মনোযোগের কেন্দ্রবিন্দু হতে পছন্দ করে। তাই এদের পছন্দের ফ্লেবার কটন ক্যান্ডির মতো আইসক্রিম। 

কন্যা রাশিরা একটু ছিমছাম। আর তাই আইসক্রিমের ফ্লেবারেও পছন্দ স্ট্রবেরি বা পুদিনা। 

তুলারা স্বভাবেও কখনও মিষ্টি তো কখনও নোনতা। আর পছন্দও করে সেরকমই আইসক্রিম, যেমন ক্যারামেল প্রিটজেল।

বৃশ্চিকরা উচ্চাকাঙ্খী। একটু রহস্যময়। আর আইসক্রিমে পছন্দ রিচ চকোলেট বা এসপ্রেসো। 

ধনুরা পছন্দ করে অ্যাডভেঞ্চার। আর আইসক্রিমের ফ্লেবারেও তাই পছন্দ একটু হটকে, পাকা আম বা গ্রিন টি ফ্লেবারের মতো স্বাদ।

মকর রাশি পরিচিত তাঁদের পরিশ্রম আর উচ্চাকাঙ্খার জন্য। এদের পছন্দের আইসক্রিমের তালিকায় থাকে বাটার স্কচ। 

কুম্ভরা নতুনত্বে বিশ্বাসী। তাই  এরা গতেবাধার বাইরে আইসক্রিম পছন্দ করে থাকে। যেমন ল্যাভেন্ডার বা কটন ক্যান্ডি।  

মীন রাশির নান্দনিকতার দিকে ঝোঁক বেশি। আইসক্রিমের ফ্লাবারে তাই হয়তো ভালো লাগে কোকোনাট বা পাইনাপেল।