Hindustan Times
Bangla

মেষ থেকে মীন: হিন্দু পুরাণ বলছে শিবের অত্যন্ত প্রিয় এই ৪ রাশি, কখনও হয় না অর্থাভাব

হিন্দু পুরাণ বলছে, শিবের অত্যন্ত প্রিয় এই ৪ রাশি। বলা হয়, এদের সমস্ত বিপদ কাটিয়ে দেন মহাদেব স্বয়ং। সংসারে আসে আর্থিক স্বাচ্ছন্দ্য।

কোন ৪ রাশির কথা বলা হয়েছে জ্যোতিষ শাস্ত্রে?

মেষ রাশি

মেষ রাশির অধিপতি মঙ্গল। এই রাশিকে শিবের অংশ হিসেবে ধরা হয় জ্যোতিষ শাস্ত্রমতে। শিবের বিশেষ আশীর্বাদ থাকে মেষদের উপর। প্রতি সোমবার করে শিবের পুজো করলে ও শিবলিঙ্গের অভিষেক করলে মেষরা পাবেন বিশেষ আশীর্বাদ। আসে না কখনও আর্থিক কষ্ট। সংসার ভরা থাকে সুখ-শান্তিতে।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির অধিপতিও মঙ্গল। প্রতি সোমবার শিবলিঙ্গে এক ঘটি জল ঢালুন। থাকবে ভোলানাথের আশীর্বাদ। এই রাশির জাতক/জাতিকারা জীবনে প্রচুর সাফল্য পায়। কোনও সমস্যা ধারেকাছেও ঘেঁষতে পারে না। 

মকর রাশি

শিবের প্রিয় মকররা। শনি এই রশির অধিপতি। আর শনি শিবের সবচেয়ে বড় ভক্ত। এই রাশির জাতকরা সোমবার শিবলিঙ্গে গঙ্গার জল, বেলপাতা আর গোরুর দুধ অর্পণ করলে সবকষ্ট থেকে মুক্তি পাবেন। 

কুম্ভ রাশি

কুম্ভ রাশির অধিপতিও শনি। থাকে শিবের বিশেষ আশীর্বাদ। প্রতিদিন স্নান করে উঠে শিবলিঙ্গে জল নিবেদন করুন। মহাদেবের আশীর্বাদে সংসারে আসবে না আর্থিক কষ্ট। দুর্ভোগ দূর হয়ে আসবে শান্তি।