By Tulika Samadder
Published May 6, 2023
Hindustan Times
Bangla
হাতে বড় কাজ? জানুন মেষ থেকে মীন, কোন রাশির জন্য কোন রং শুভ
মেষ রাশি আত্মবিশ্বাসে ভরপুর। এদের শুভ রং লাল।
বৃষ রাশি হল নারীত্বের প্রতীক। গোলাপী বা চেরি রং এদের জন্য শুভ।
মিথুন রাশিরা ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী। পছন্দের রং হলুদ।
কর্কট রাশি শান্তিপ্রিয়। এদের শুভ রং সাদা।
প্রকৃতিপ্রেমী কন্যাদের জন্য শুভ রং সবুজ।
তুলারা নরম মনের। রঙের ক্ষেত্রে শুভ লাইল্যাক বা ল্যাভেন্ডার।
বৃশ্চিকরা সাহসী, দৃঢ়। শুভ রং এদের জন্য বাদামী।
পরোয়াহীন ধনুদের শুভ রং নীল।
মকররা খুব পরিশ্রমী। ক্ষুরধার বুদ্ধি সম্পন্ন। শুভ রং কালো।
কুম্ভরা নতুনের খোঁজে থাকেন। শুভ রং কমলা।
মীনরা সৃজনশীল। লোকের সঙ্গে মিশতে ভালোবাসেন। টারকোয়েজ এদের শুভ রং।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন।