By Tulika Samadder
Published 18 Sep, 2023

Hindustan Times
Bangla

মেষ থেকে মীন: এই ৩ রাশি সন্দেহবাতিক, প্রেম করার আগে দশবার ভাবুন!

সন্দেহবাতিক মানুষদের পাল্লায় আমরা কমবেশি সকলেই পড়ি। তবে সেরকম কোনও মানুষের সঙ্গে প্রেম-সম্পর্কে জড়ালে অশান্তির শেষ থাকবে না। 

চলুন কোন ৩ রাশির মধ্যে রয়েছে সন্দেহ করার প্রবণতা-

বৃশ্চিক রাশি

মঙ্গল শাসিত বৃশ্চিক রয়েছে এই তালিকায় পয়লা নম্বরে। এরা সঙ্গীর উপর প্রবল অধিকারবোধ দেখায়। সেখান থেকেই জন্ম নেয় সন্দেহ। 

কর্কট রাশি

কর্কট রাশি চন্দ্র দ্বারা শাসিত। এরা কোনও সম্পর্ক থেকে আরাম এবং নিরাপত্তার সন্ধান করে। ছোটখাটো বিষয়কেও হালকাভাবে নিতে নারাজ এরা। 

সিংহ রাশি

সিংহ রাশি সূর্য দ্বারা শাসিত। এরা স্পটলাইটে থাকতে পছন্দ করে। তাই আপনার মনযোগ এদের থেকে একটু সরলেই এরা বোধ করতে পারে আপনি বোধহয় আগের মতো সম্পর্ক নিয়ে যত্নবান নন।