Hindustan Times
Bangla

মেষ থেকে মীন: মা লক্ষ্মীর কৃপায় থাকে এই ৫ রাশি, হাতে আসে অনেক টাকা

অর্থ, সমৃদ্ধি, সম্পদের দেবী হলেন মা লক্ষ্মী। তাই এই দেবতার কৃপা পাওয়া মানে কখনও আসে না অর্থাভাব। অভাব হয় না খাদ্যেরও। এই ৫ রাশি ডাকলেই সারা দেন দেবী লক্ষ্মী।

বৃষ রাশি

এই রাশির অধিপতি গ্রহ হল শুক্র। আর শুক্র হল সুখ, সমৃদ্ধি, বিলাসিতার বাহক। যে কোনও বাধা কাটিয়ে ওঠে বৃষ রাশির জাতকরা। পূর্ণিমা তিথিতে দেবী লক্ষ্মীর আরাধনা করলে আরও ভালো ফল পাওয়া সম্ভব।

কর্কট রাশি

কর্কট রাশির অধিপতি হলেন চন্দ্র। চন্দ্রকে মানসিক শান্তির কারক হিসেবে ধরা হয় জ্যোতিষ শাস্ত্রে। এই রাশির উপরেও থাকে লক্ষ্মীর কৃপা সবসময়। আর্থিক ক্ষতি হয় না বললেই চলে। পূর্ণিমা তিথিতে দেবী লক্ষ্মীর আরাধনা করলে বাড়বে সম্পদ। 

সিংহ রাশি

সিংহ রাশির অধিপতি সূর্য।  এই রাশির জাতক/জাতিকাদের কখনও অর্থ নিয়ে চিন্তা করতে হয় না। আয়ের পথ খোলা থাকে সারা জীবন। 

তুলা রাশি

তুলা রাশির গ্রহাধিপতি হলেন শুক্র। শুক্রবার দেবী লক্ষ্মীর জন্য বিশেষ দিন বলে মনে করা হয়। তুলারা শুক্রবার করে লক্ষ্মী আরাধনা করলে অর্থের অভাব আসবে না কোনওদিন।  

বৃশ্চিক রাশি

এই রাশির অধিপতি মঙ্গল। বৃশ্চিক রাশিরা সাহসী আর সর্বদা ঝুঁকি নিতে প্রস্তুত। তাঁদের এই স্বভাবই তাঁদের সাফল্যের মূল মন্ত্র। যার ফলে হাতে আসে প্রচুর অর্থও।