Hindustan Times
Bangla

মেষ থেকে মীন: রান্নার হাত ভালো হয় এই ৫ রাশির, খাবারের স্বাদ লেগে থাকে মুখে

রাশির উপর জাতক/জাতিকার স্বাভব চরিত্র কেমন হবে তা নির্ভর করে। রাশি পরিবর্তনের সঙ্গে বদলে যায় মানুষের গুণাগুণও। দেখুন কোন কোন রাশির হাতে রান্নার স্বাদ ভালো। 

চলুন জেনে নেওয়া যাক, কোন ৫ রাশির হাতের রান্না একবার খেলে সারা জীবন মুখে লেগে থাকবে। 

মেষ রাশি: মেষরা সাধারণত খুব ভালো রাঁধুনি হিসেবে পরিচিত থাকেন। নানা ধরণের মশলাদার পদ খাইয়ে এরা তাক লাগিয়ে দিতে পারেন। 

সিংহ রাশি: দেশির থেকে বিদেশি রান্নায় এদের ঝোঁক বেশি। পরীক্ষা-নিরীক্ষা করতে এঁরা খুব পছন্দ করেন। এমন কিছু হয়তো খাইয়ে দেবে আপনাকে, যা আপনি জীবনে নামই শোনেননি।

কন্যা রাশি: কন্যারা খুব ধৈর্যশীল। খুব যত্ন নিয়ে করেন যে কোনও কাজষ তাই রান্নায় নুন থেকে ঝাল, সমস্তটাই হয় নিখুঁত। রোজের রান্নাও এদের হাতের ছোঁয়ায় হয়ে ওঠে অসাধারণ।

তুলা রাশি: তুলারা মানুষকে চমক দিতে ভালোবাসে। এই চমক দিতে গিয়েই এরা ভালো রান্না করে থাকে। অনেক সময় শুধু হাতের রান্না খেয়ে মুগ্ধ হয়েই অনেকে তুলা রাশিকে মন দিয়ে ফেলেন। 

বৃশ্চিক রাশি: এই রাশি স্বাবলম্বী। নিজের পছন্দসই খাবার নিজের হাতে বানিয়ে খেতে পছন্দ করেন। লোককে খুশি করা থেকেও নিজেকে খুশি করায় এদের নজর থাকে বেশি।