By Tulika Samadder
Published 1 Sep, 2023

Hindustan Times
Bangla

মেষ থেকে মীন:  টাকা জমাতে পারে এই ৫ রাশি, সঞ্চয়ী স্বভাবের কারণে জীবনে আসে না অর্থাভাব 

কিছু রাশিচক্রের স্বাভাবিক গুণ থাকে অর্থ সঞ্চয়ের। আর তারা বেশ দক্ষতার সঙ্গেই সে কাজ করে থাকেন। 

৫টি রাশিচক্র রয়েছে যাদের কোনওদিন অর্থের অভাব হয় না। সঞ্চয় করতে পারে অন্য রাশির থেকে বেশি। 

মকর রাশি

মকররা খুব সুন্দর করে আয় ও ব্যয়ের হিসেব রেখে চলতে পারে। এই গুণই তাঁদের ব্যাঙ্ক ব্যালেন্স বাড়াতে সহায়ক। 

কুম্ভ রাশি

কুম্ভরা সব সময় আর্থিক ব্যাকআপ রেখে চলে। তাই ব্যবসায় ক্ষতি বা হঠাৎ চাকরি গেলেও এরা খুব সুন্দর করে সব সামলে নিতে পারে।  

কন্যা রাশি

কন্যারা আয় নিয়ে মাথা ঘামায় না বেশি। তবে টাকা খরচ করে খুব ভেবেচিন্তা। তাই  টাকার পিছনে না ছুটলেও এরা কখনও পড়়ে না আর্থিক সঙ্কটে। 

বৃষ রাশি

এরা জানে অর্থের মূল্য কতখানি। মানুষ এদের কখনও কিপটে বলে মস্করা করে। তবে নিজেদের নীতিতে এরা থাকে নিশ্চল। 

তুলা রাশি

বিলাসবহুল জীবন পছন্দ তুলাদের। তাই খরচ অন্যান্য রাশির থেকে কিছুটা বেশিই করে। কিন্তু এরা জানে কখন খরচে রাশ টানতে হবে। এবং কোন খাতে কতটা ব্যয় করা দরকার।