By Tulika Samadder
Published 3 Sep, 2023

Hindustan Times
Bangla

মেষ থেকে মীন: প্রেমে ভাগ্যবান এই ৫ রাশি, ভালোবাসায় থাকে মাখামাখি

মনটা সবসময় উড়ু-উড়ু? মনে রাখবেন, এমন কিছু রাশি আছেন যারা খুব জলদিই প্রেমে পড়েন। সঙ্গী পান মনের মতো।  

বর্তমান সময়ে সঠিক সঙ্গী আপনার জীবন বদলে দিতে পারে। শত কাজের চাপের মাঝেও ভালোবাসা মানুষের কাঁধে মাথা রাখলেই ভুলে যাওয়া সম্ভব সারাদিনের সব পরিশ্রম-যন্ত্রণা। 

দেখে নিন কোন ৫ রাশি প্রেম নিয়ে কখনোই সমল্যায় পড়ে না-

বৃষ রাশি: এই রাশির জাতকরা ভরসাযোগ্য। একবার কোনও সংকল্প নিলে তা সহজে ভাঙে না। এই গুণগুলি সম্পর্কের ক্ষেত্রে অবদান রাখে। 

কর্কট রাশি: এরা অন্যের ব্যাপারে সংবেদনশীল। সবসময় উলটো দিকের মানুষটাকে খুশি রাখতে চান। তাই প্রেমের সম্পর্কেও দেন নিজের ১০০ শতাংশ। 

সিংহ রাশি: এই রাশির লোকেদের ব্যবহারে আলগা চটক থাকে। উলটো দিকের মানুষটার দৃষ্টি আকর্ষণ করে তাই সবসময়। সৃজনশীল স্বভাবের কারণে মানুষের প্রিয় হয়ে থাকে সিংহরা।  

তুলা রাশি: এরা কোমল মনের। সঙ্গীর জন্য যে কোনও ধরনের স্যাক্রিফাইস করতেও পিছ পা হয় না। সঙ্গে এদের অন্যের সঙ্গে সংযোগ রক্ষা করার গুণও খুব ভালো থাকে। 

মীন রাশি: এরা প্রেমে কল্পনায় বিশ্বাসী। সঙ্গীকে সব পরিস্থিতিতে সাহচর্য দিয়ে যেতে পছন্দ করে। ভালোবাসায় আগলে রাখে অন্যকে।