Hindustan Times
Bangla

মেষ থেকে মীন: অল্পতেই রেগে যায় এই ৫ রাশি, এড়িয়ে চলাই ভালো

কিছু রাশিচক্রের মানুষের রাগ অন্যদের থেকে বেশি। যে কোনও পরিস্থিতিতেই এদের অসহিষ্ণুতা ধরা পড়ে। মেজাজ হারিয়ে খারাপ ব্যবহারও করে ফেলেন এরা কখনও কখনও। 

দেখে নিন কোন পাঁচ রাশির সঙ্গে তর্ক এড়িয়ে চলাই ভালো-

মেষ রাশি: এই রাশির জাতক/ জাতিকারা আল্পতেই মেজাজ হারান। মুডি হিসেবে পরিচিত বন্ধুদের মাঝে। 

সিংহ রাশি: এরা পরিচিত নিজেদের শক্তিশালী ব্যক্তিত্বের জন্য। কোনও কাজে বাধা পেলে বা কারও ব্যবহার মনমতো না হলেই তা এদের ব্যবহারে ফুটে ওঠে। 

ধনু রাশি: এরা দুসাহসিক এবং স্পষ্টভাষী। তবে একটুতেই অধৈর্য হয়ে পড়ার কারণে কখনও খারাপ ব্যবহার করে ফেলে অজান্তেই। 

বৃশ্চিক রাশি: এই রাশির মানুষরা আবেগপ্রবণ। মনে আঘাত পেলে তা রাগ হয়ে ফুটে ওঠে ব্যবহারে। নিজেরাও কষ্ট পায়। 

মকর রাশি: এরা একটুতেই বিরক্ত হয়ে যায় যখন কোনও পরিকল্পনা বা কাজ মন মতো না হয়।