Hindustan Times
Bangla

মেষ থেকে মীন: কোন রাশিতে কোন ধাতু শুভ?

রাশি অনুযায়ী ধাতু

জ্যোতিষীদের মতে, ধাতু সবসময় রাশি অনুযায়ী পরিধান করা উচিত। তবেই পাওয়া সম্ভব সুফল। 

মেষ রাশি

এই রাশির জন্য সোনা বা তামা ধাতু খুব শুভ। মঙ্গলবার তা পরিধান করুন। 

বৃষ রাশি

রুপো সবচেয়ে শুভ ধাতু বৃষদের জন্য়। শুক্রবার তা পরিধান করলে লাভ পাওয়া যায় সবচেয়ে বেশি। 

মিথুন রাশি

এদের সবচেয়ে শুভ ধাতু হল ব্রোঞ্জ। এই ধাতু পরলে শুক্র গ্রহকে শান্ত রাখা যায়। 

কর্কট রাশি

এই রাশির জাতক/জাতিকারা রুপো পরুন।সোমবার পরিধান করতে পারলে সবচেয়ে ভালো ফল পাবেন। 

সিংহ রাশি

পিতল বা সোনার ধাতু পরুন সিং রাশিরা। এর ফলে বৃহস্পতির আশীর্বাদ পাবেন জীবনে। 

কন্যা রাশি

কন্যার জন্য রুপো আর সোনা দুটোই শুভ ধাতু। জ্যোতিষীদের মতে দুই ধাতুর মিশ্রণে আংটি পরলে বেশি উপকার পাওয়া যায়। 

তুলা রাশি

মধ্যমায় রুপোর আংটি পরুন। আসবে যশ ও খ্যাতি। 

বৃশ্চিক রাশি

তামা ও রুপোর ধাতু শুভ বৃশ্চিকদের জন্য। বৃহস্পতিবার আংটি বানিয়ে পরুন তর্জনীতে। 

ধনু রাশি

সোনা বা পিতলের ধাতু সবচেয়ে শুভ। আংটি বা লকেট বানিয়ে পরুন। 

মকর রাশি

মকরদের ক্ষেত্রে লোহা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। যা শনিগ্রহের সঙ্গে সম্পর্কিত। তাই শনিবার পরুন। 

কুম্ভ রাশি

কুম্ভদের জন্য সবচেয়ে শুভ অষ্টধাতু দিয়ে তৈরি ধাতব আংটি। শনিবার বাম হাতের মধ্যমায় পরলে সবচেয়ে ভালো ফল পাবেন। 

মীন রাশি

মীন রাশির জন্যও সোনা সবচেয়ে শুভ ধাতু। আর্থিক সাফল্য আসে সোনা পরিধান করলে।