Hindustan Times
Bangla

মেষ থেকে মীন: যে রাশিকে বিয়ে করলে দেখবেন সুখের মুখ

বিবাহযোগ্যা রাশি

বিয়ের সঠিক সিদ্ধান্ত নিলে গোটা জীবনটাই গুছিয়ে নেওয়া সম্ভব। দেখুন কোন কোন রাশির জাতক/জাতিকারা বিয়েতে বেশি সুখ এনে দিতে পারে। 

মেষ রাশি

মেষরাশি আক্রমণাত্মক, একগুঁয়ে, আবেগপ্রবণ হয়ে থাকে। তবে বিয়ের জন্য এরা সর্বদা খোলা মনের হয়। এরা সঙ্গীর প্রয়োজনের যত্ন নিতে ভালোবাসে। এরা খুব ভালো বিয়ের পাত্র বা পাত্রী হতে পারে

বৃষ রাশি

বৃষ রাশির জাতক/জাতিকারা চট জলদি প্রেমে পড়েন। সঙ্গীদের উপর থাকে সম্পূর্ণ ভরসা। সঙ্গীর কথা মেনে চলতে ভালোবাসে এরা। সঙ্গীর বিরুদ্ধে যেতে চায় না।  

মিথুন রাশি

মিথুন রাশির মানুষরা সবসময় সঙ্গীর পাশে থাকতে চান। সঙ্গীকে নিয়ে ভালো থাকতে চান তাঁরা। যতই ঝগড়া বা ভুল বোঝাবুঝি হোক না কেন, সঙ্গীর হাত ছাড়তে রাজি থাকেন না একেবারেই।

ধনু রাশি

ধনু রাশির লোকেদের মানিয়ে নেওয়ার ক্ষমতা প্রচুর। ভালোবাসায় ১০০ শতাংশ দেয়, এবং সঙ্গীকে সবকিছুকে সমর্থন করে। 

কুম্ভ রাশি

কুম্ভরা সংসার করতে পছন্দ করে। অতিরিক্ত অর্থ ব্যয় এদের স্বভাববিরুদ্ধ। তবে সঙ্গীর প্রয়োজনে সবরকম খরচ করতে প্রস্তুত। 

মীন রাশি

মীনরা ঘর ও অফিস একসঙ্গে সামলাতে পারে। তবে এরা প্রেমে পড়তে একটু সময় নেয়। কিন্তু একবার ভালোবেসে ফেললে সব ধরণের ঝুঁকি নিতে প্রস্তুত।