By Tulika Samadder
Published 23 Aug, 2023

Hindustan Times
Bangla

৮.৫ মিলিয়ান ফলোয়ার্স, কিন্তু ইনস্টায় মাত্র ৩ জনকে ফলো করেন অরিজিৎ সিং

অরিজিতের গানের গলা মুগ্ধ করে আট থেকে আশিকে। লাখ লাখ ভক্ত শুধু দেশে নয় বিদেশেও। 

সম্প্রতি হলিউড গায়ককে পিছনে ফেলে নয়া রেকর্ড গড়েছেন অরিজিৎ। জনপ্রিয়তায় স্পটিফাই-তে রয়েছেন ৩ নম্বরে। 

স্পটিফাই-এর তথ্য বলছে গান শোনার নিরিখে টেলর সুইফট, বিলি আইলিশ এবং এমিনেমের মতো আন্তর্জাতিক স্তরের তারকাকেও হারিয়ে দিয়েছেন ভারতের অরিজিৎ সিং। 

পিছনে রয়েছেন এড শিরান এবং আরিয়ানা গ্র্যান্ডের। 

অরিজিতের শেষ মুক্তি পাওয়া গান জাওয়ান সিনেমার জন্য শাহরুখের লিপে  ‘চলেয়া’। যা বর্তমানে হিট। 

শুনলে অবাক হবেন যে অরিজিতের রয়েছে লক্ষাধিক ইনস্টা ফলোয়ার্স, তিনি ফলো করেন মাত্র ৩ জনকে। 

কাদের নাম রয়েছে সেই তালিকায়?

ইনস্টায় অরিজিৎ সিং ফলো করেন তত্ত্বমসি ফাউন্ডেশন। যার পরিচালক তিনি নিজে ও স্ত্রী কোয়েল। সমাজের পিছিয়ে পড়া বাচ্চাদের জন্য কাজ করে এই ফাউন্ডেশন। 

দ্বিতীয় টিএম ট্যালেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি। যারা ইন্ডাস্ট্রির সেরা গায়কদের নিয়ে কাজ করে।  

ফলো করেন ওরিয়ন মিউজিক নামের একটি পেজ। যেখানে রয়েছে অরিজিতের গাওয়া নন-ফিল্মি গান।