By Priyanka Bose
Published 20 Apr, 2024
Hindustan Times
Bangla
বিয়ের পিঁড়িতে বসছেন গোবিন্দার ভাগ্নি আরতি সিং, পাত্র কে
বিয়ে করতে চলেছেন টেলিভিশন অভিনেত্রী আরতি সিং।
পাত্র দীপক চৌহান। আইবুড়ো ভাত অনুষ্ঠানের ছবি সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করেছেন অভিনেত্রী।
সমন্ধ দেখে বিয়ে করছেন আরতি। ব্যবসায়ী দীপক চৌহানের সঙ্গে সাত পাক ঘুরবেন।
অভিনেতা গোবিন্দার ভাগ্নির বিশেষ দিনটির আর মাত্র কয়েকদিন বাকি। ইতিমধ্যেই ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে তাঁর বাড়ি।
২৫ এপ্রিল, মুম্বইয়ের ইসকন মন্দিরে সাতপাঁকে বাঁধা পড়বেন তাঁরা। গত ১ জানুয়ারিতে বাগদান সেরেছেন।
পরিবার এবং ঘনিষ্ঠদের নিয়ে জমিয়ে আইবুড়ো ভাত অনুষ্ঠান উপভোগ করলেন অভিনেত্রী। হাজির হয়েছেন ক্রুষ্ণা অভিষেক এবং কাশ্মীরা শাহ।
অনেকবার প্রেম ভেঙেছে, এবার সোজা বিয়ের পিঁড়িতেই বসতে চান আরতি।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন