Hindustan Times
Bangla

বিশ্বের সবচেয়ে উঁচু শিব মন্দির দক্ষিণ ভারতে, কত ফুট দীর্ঘ জানলে চমকে যাবেন

দক্ষিণ ভারতের তামিলনাডুতে রয়েছে বিশ্বের সবচেয়ে দীর্ঘ শিব মন্দির। 

তিরুভান্নামালাই নামক জেলায় রয়েছে এই মন্দির।

আনামালাই পর্বতের পাদদেশে অবস্থিত মন্দিরটিকে আনামালার বা অরুণাচলেশ্বর মন্দিরও বলা হয়।

মনে করা হয়, এই সেই স্থান, যেখানে শিব প্রজাপতি ব্রহ্মাকে অভিশাপ দিয়েছিলেন। 

অরুণাচলেশ্বর মন্দিরে আগুনের আকারে পূজিত হন দেবাদিদেব মহাদেব। আনুমানিক ১২০০ বছর পুরনো এটি।

অরুণাচলেশ্বর মন্দিরের দৈর্ঘ্য ২১৭ ফুট। ১০ হেক্টর জায়গা নিয়ে রয়েছে এটি।