By Tulika Samadder
Published May 12, 2023
Hindustan Times
Bangla
সিঁড়ির নীচে এই জিনিসগুলি কখনোই রাখবেন না
বাস্তু মতে, বাড়িতে রাখা ছোট-বড় প্রতিটা জিনিস আপনার জীবনের উপর প্রভাব ফেলে।
অনেক বাড়িতেই সিঁড়ির নীচে রাখা হয় এটা-ওটা। বিশেষ করে অব্যবহৃত জিনিস।
বাস্তু অনুসারে কিছু জিনিস রাখলে সমস্যা হতে পারে। তাই সেগুলিকে কোনওভাবেই রাখা যাবে না।
সিঁড়ির নীচে জুতো বা চপ্পল রাখা উচিত নয়। এর ফলে আর্থিক সমস্যা বৃদ্ধি পায়।
ভুল করেও সিঁড়ির নীচে ডাস্টবিন রাখবেন না। এর ফলে বাস্তুদোষ আসে।
সিঁড়ির নীচে কখনোই পূজা ঘর তৈরি করবেন না। এই স্থানে মন্দির থাকলে বাড়িতে অশুভ প্রভাব পড়ে।
সিঁড়ির নীচে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখুন। এই স্থানে অন্ধকার আসা মানে আপনার সংসারেও অশান্তি আসা।
সিঁড়ির নীচে বাথরুম বা রান্নাঘর করাও ঠিক নয়। সেখানে থাকা কোনও কাবার্ড বা আলমারিতে টাকাও রাখবেন না।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন