Hindustan Times
Bangla

সীতাকে বন্দি রেখেছিলেন রাবণ, কোথায় সেই অশোক বটিকা

ধর্মীয় গ্রন্থ রামায়ন অনুসারে সীতাকে বিয়ের পর রামকে ১৪ বছর বনবাসে যেতে হয়েছিল। 

এই সময় লঙ্কার রাজা রাবণ মা সীতাকে অপহরণ করে নিজের অশোক বটিকায় রেখেছিলেন।

অশোক বটিকা অসুরদের রাজা রাবণ নির্মাণ করেছিলেন। এই অশোক বটিকা আজও বিদ্যমান।

যে অশোক গাছের নীচে সীতা বসতেন, তা আজও সীতা ইলিয়া নামে পরিচিত।

এখানে বড় বড় পায়ের ছাপ রয়েছে, যেগুলি হনুমানজির পায়ের ছাপ বলা হয়।

যে পাথরের উপর হনুমানজি পা রেখেছিলেন, সেখানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।

ভগবান রামের নির্দেশে হনুমানজি সীতা মাকে খুঁজতে লঙ্কায় গিয়েছিলেন।

শ্রীলঙ্কার মধ্যভাগে সীতা ইলিয়া নামে একটি জায়গায় রয়েছে হাকগালা বোটানিক্যাল গার্ডেন। এই বোটানিক্যাল গার্ডেনকেই রামায়ণের বিখ্যাত অশোকবন বলে মনে করা হয়।

শ্রীলঙ্কায় বেড়াতে গেলে জায়গাটি ভ্রমণের জন্য উপযুক্ত