Hindustan Times
Bangla

সামনে পাকিস্তান, তার আগে জিমে কীভাবে ঘাম ঝরালেন ভারতীয় ক্রিকেটাররা, দেখুন ছবি

শুরু হয়েছে বহু প্রতীক্ষিত এশিয়া কাপ। এখন প্রাথমিক পর্বের খেলা শেষ হয়ে সুপার ফোরের খেলা শুরু হয়েছে। 

 সুপার ফোরে ১০ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে ফের খেলতে নামবে ভারত। 

এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী গ্রুপ পর্বের প্রথম ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যায়। ভারত ব্যাট করতে পারলেও পাকিস্তানের ইনিংসের এক বলও খেলা হয়নি সেদিন। পয়েন্ট ভাগ হয়ে যায় দুই দলের মধ্যে।

সুপার ফোরের ম্যাচে মুখোমুখি নামতে চলেছেন রোহিত শর্মা-বাবর আজম। তার আগেই ম্যাচের জন্য চরম প্রস্তুতি নিচ্ছেন ভারতীয় ক্রিকেট টিম

এক বিবৃতিতে এসিসি বলছে, এশিয়া কাপে ভারত-পাকিস্তানের সুপার ফোরের ম্যাচে রিজার্ভ ডে রাখা হচ্ছে। 

১০ সেপ্টেম্বর, রবিবার যা হওয়ার কথা। যদি বৃষ্টিতে কোনও কারণে রবিবারের ম্যাচ বিঘ্নিত হয়, বাকি ম্যাচ হবে ১১ সেপ্টেম্বর।

ভারত-পাক মহারণ দেখার জন্য মুখিয়ে রয়েছে তামাম এশিয়া।  

BCCI-এর শেয়ার করা ভিডিয়োতে, ভারতীয় খেলোয়াড়দের ভারী ওজন তুলতে, ওজনের সাথে স্কোয়াট করতে এবং অন্যান্য অনুশীলনে করতে দেখা গিয়েছে।

ম্যাচের আগেই কঠোর পরিশ্রম করছে নীল ব্রিগেড

পাকিস্তান বনাম সুপার ফোরের লড়াইয়ের আগে ভারতীয় দল তীব্র ওয়ার্কআউট সেশনে ঘাম ঝরাচ্ছে