By
Published 30 Jun, 2023
Hindustan Times
Bangla
ইরানকে হারিয়ে এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে ভারতীয় কাবাডি দল।
ইরানের দলকে দু’দিনের মধ্যে দুবার হারিয়ে এই চমকপ্রদ কাজটি করেছে ভারত।
ফাইনালে ইরানকে ৪২-৩২ ফলে হারিয়েছে ভারত।
হাই-ভোল্টেজ ফাইনালে ভারত প্রথমার্ধে ২৩-১১ তে আধিপত্য বিস্তার করে।
দ্বিতীয়ার্ধে ইরানের অধিনায়ক মহম্মদরেজা শাদালুই ছায়ানেহের দুর্দান্ত খেলেন। ব্যবধান অনেকটাই কমিয়ে আনেন।
কিন্তু শাদালুইয়ের একটি ভুল ভারতকে জিততে সাহায্য করে।
কোনও সমস্যা ছাড়াই শিরোপা তুলে নেয় ভারত।
সামনে থেকে নেতৃত্ব দিয়ে নায়ক হন ভারতের তারকা এবং দলের অধিনায়ক পবন সেহরাওয়াত।
এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপ ১৯৮০ সালে প্রথম সংগঠিত হয়েছিল।
আরও স্টোরির জন্য এখানে ক্লিক করুন
আরও ওয়েব স্টোরিজের জন্য
এই টুর্নামেন্টে জিতে ভারত অষ্টমবারের মতো এই পদক ঘরে তুলল।