Hindustan Times
Bangla

চোখের পাতা কাঁপছে? অশুভ কিছুর ইঙ্গিত কি? জেনে নিন

চোখের পাতা অনেক কারণে কাঁপে। কিন্তু সামুদ্রিক শাস্ত্র এর বিশেষ ব্যাখ্যা দিচ্ছে।

চোখের পাতা কাঁপা মানেই, সেটি খারাপ কিছু নয়। এর নানা মানে থাকতে পারে।

বৈদিক জ্যোতিষের মতোই একটি শাস্ত্র হল সামুদ্রিক শাস্ত্র।

এই শাস্ত্রে মানুষের শরীরের নানা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা এবং তা থেকে ভবিষ্যতের আভাস পাওয়ার বিষয়ে বলা হয়। 

চোখের পাতা কাঁপাও এই শাস্ত্রে গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে আছে। কী বলছে এই শাস্ত্র?

চোখের পাতা কাঁপাও এই শাস্ত্রে গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে আছে। কী বলছে এই শাস্ত্র?

চোখের পাতা কাঁপাও এই শাস্ত্রে গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে আছে। কী বলছে এই শাস্ত্র?

চোখের পাতা কাঁপাও এই শাস্ত্রে গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে আছে। কী বলছে এই শাস্ত্র?

নারীদের ডান চোখের পাতা কাঁপার মানে কী?

সমুদ্র শাস্ত্র বা সামুদ্রিক শাস্ত্র বলছে, এর অর্থ হল, কোনও কাজে বাধা পড়া। তাই এই সময়ে সাবধানে থাকার কথা বলা হয়। 

নারীদের বাঁ চোখের পাতা কাঁপার মানে কী?

সামুদ্রিক শাস্ত্র বলছে, এর ফলে অর্থ লাভের সম্ভাবনা বাড়ে। আটকে থাকা টাকা ফিরে আসে। 

পুরুষদের বাঁ চোখের পাতা কাঁপার অর্থ কী?

এটিকেও অশুভ বলে মনে করা হয়। এই সময়ে খুব সতর্ক থাকতে বলা হয়। 

পুরুষদের ডান চোখের পাতা কাঁপার মানে কী?

এটিকে শুভ ঘটনা বলে মনে করা হয়। সামুদ্রিক শাস্ত্র বলছে, এতে মানুষটির খুবই উন্নতি হয়।

নারী বা পুরুষের দুই চোখের পাতা একসঙ্গে কাঁপার অর্থ কী?

সামুদ্রিক শাস্ত্র বলছে, এর ফলে পুরনো কোনও বন্ধুর সঙ্গে দেখা হয়ে যেতে পারে। এটি হয়তো তারই লক্ষণ।