By Tulika Samadder
Published May 15, 2023
Hindustan Times
Bangla
সোমবার জন্ম? দেখুন চরিত্র আর ভাগ্য কেমন
মানুষের স্বভাব, চরিত্র, ভাগ্যের ক্ষেত্রে জন্মবার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সোমবারে জন্ম হলে আপনার মধ্যে থাকবে ক্ষমা, দয়া, মায়া, উদারতা। মন থাকে সর্বদা আবেগে পরিপূর্ণ।
তবে আপনার আবেগপ্রবণতার কারণেই প্রায়শই সাংসারিক জীবনে অশান্তির মুখে পড়তে হয় আপনাকে।
সোমবারে যাঁদের জন্ম তাঁরা আধ্যাত্মিকতায় বিশ্বাসী হন।
চট করে প্রেমে পড়েন। এবং ভালোবাসার মানুষের প্রতি এদের দায়বদ্ধতা প্রচুর। চট করে এরা মানুষকে ঠকায় না।
সোমবারে জন্ম হয় যাঁদের, তাঁরা আনন্দের সঙ্গে দিন কাটাতে ভালোবাসে। সবাইকে নিয়ে থাকতে ভালোবাসে।
তবে বন্ধুভাগ্য বিশেষ ভালো নয়, বিশেষ করে অংশিদারী ব্যবসায় বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত।
প্রচ্ছন্ন রাগ-জেদ-অহংকার থাকে। যা সংযম না করলে ভবিষ্যতে বিপদ হতে পারে।
প্রেম ও বিবাহিত জীবনে একেধিক বাধা আসলেও, ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন