Hindustan Times
Bangla

কৃষ্ণশিলা দিয়ে তৈরি, রামলালার বিগ্রহের রয়েছে একাধিক বিশেষত্ব, জেনে নিন কী কী

অযোধ্যায় নবনির্মিত মন্দিরে আজ রামলালার মূর্তির প্রাণপ্রতিষ্ঠা হল। মাঘ মাসের তৃতীয়ায় অযোধ্যায় নির্মীয়মাণ রাম মন্দিরের গর্ভগৃহে এসে গিয়েছিল রামলালার মূর্তি।

কর্ণাটকের প্রখ্যাত ভাস্কর অরুণ যোগীরাজের হাতে তৈরি রামলালা মূর্তি। সোমবার মহা সমারোহে অযোধ্যার রাম মন্দিরের পবিত্র গর্ভগৃহে স্থাপন করা হয়।

রামলালার মূর্তিটি একটি মাত্র পাথর দিয়ে তৈরি। মূর্তিটি নির্মাণে অন্য কোনও পাথর ব্যবহার করা হয়নি।

মূর্তিটির ওজন প্রায় ২০০ কেজি। উচ্চতা ৪.২৪ ফুট। প্রস্থে ৩ ফুট।

মূর্তিটিতে ভগবান শ্রী রামকে দাঁড়ানো ভঙ্গিতে একটি পাঁচ বছর বয়সি বালক হিসাবে চিত্রিত করা হয়েছে।

রামালালার মূর্তিটিতে বিষ্ণুর ১০ অবতারের মূর্তি দেখা যায়। এই ১০ অবতার হল মৎস্য, কূর্ম, বরাহ, নরসিংহ, বামন, পরশুরাম, রাম, কৃষ্ণ, বুদ্ধ এবং কল্কি। মূর্তির চারপাশের ফলকের একপাশে রয়েছে হনুমান এবং অন্যপাশে গরুড়ের মূর্তি। 

রামলালার মুকুটের পাশে রয়েছে সূর্য, শঙ্খ, স্বস্তিক, চক্র এবং গদা। রামচন্দ্রের পারিবারিক দেবতা হিসেবে মূর্তির পিছনের মুকুটেই স্থান পয়েছেন সূর্য দেবতা। 

শিশু রামের বাম হাতে রয়েছে ধনুক ও তীর। মূর্তিটি তৈরি হয়েছে কৃষ্ণশিলা দিয়ে।

পাথরটির বয়স প্রায় হাজার বছর। এই পাথরের অনন্য বৈশিষ্ট্য হল এটি নতুন অবস্থায় কেনা হলে নরম হয়, কিন্তু ২-৩ বছর পরে শক্ত হয়ে যায়।