By Priyanka Bose
Published 18 Jul, 2023

Hindustan Times
Bangla

AI নিয়ে B.Tech করতে চান? রইল ভারতের সেরা কলেজগুলির সন্ধান

এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স— কৃত্রিম বুদ্ধিমত্তা। বর্তমানে বিশ্বের সবথেকে চাহিদাসম্পন্ন দক্ষতাগুলির মধ্যে একটি। 

দক্ষ AI ইঞ্জিনিয়াররা বিশাল বেতন পেতে পারেন। AI-তে কেরিয়ার গড়তে আগ্রহী, তাহলে B.Tech হল  শুরু করার উপযুক্ত উপায়।

AI-তে B.Tech সহ ভারতের সেরা ৭ কলেজ কোনগুলি জানেন?

১. ইন্ডিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজি হায়দরাবাদ (IIT), ২. ইন্ডিয়ান ইন্সটিটিউট অব সায়েন্স (IISc) বেঙ্গালুরু

৩. ইন্দ্রপ্রস্থ ইন্সটিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি দিল্লি (IIIT দিল্লি), ৪. অ্যামিটি ইউনিভার্সিটি নয়ডা, ৫. SRM ইন্সটিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি কাত্তানকুলুথুর

৬. চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়, ৭. বিড়লা ইন্সটিটিউট অফ টেকনোলজি এন্ড সায়েন্স পিলানি (BITS পিলানি)

AI-এর উপর B.Tech করে যা শেখা যাবে: মেশিন লার্নিং, প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণ এবং কম্পিউটার ভিশন সহ AI-এর নানান দিকগুলি।