Hindustan Times
Bangla

পৃথিবীতে বাস করেন বজরংবলী, কোথায় জানেন

হিন্দু ধর্মে যে ৮ চিরঞ্জীবীর কথা বলা হয়, তার মধ্যে অন্তম হলেন বজরংবলী। তিনি কলিযুগের দেবতা। মনে করা হয় আজও পৃথিবীতে বজরংবলী জীবিত রয়েছেন। 

পৌরাণিক কাহিনিতে হনুমানকে অধিক বলশালী দেবতার আখ্যা দেওয়া হয়েছে। কথিত আছে, বজরংবলী সারাক্ষণ শ্রীরামের নাম জপ করেন।

কথিত আছে, পৃথিবীতে বাস করেন বজরংবলী।যেখানেই রামের নাম নেওয়া হয় সেখানেই তিনি উপস্থিত থাকেন।

পুরাণ অনুসারে, হনুমানজি গন্ধমাদন পর্বতে অবস্থান করেন। হনুমানজি যেখানে বসবাস করেন তার উল্লেখ রামায়নেও রয়েছে।

মহাভারতে অজ্ঞাতকালে হনুমানজি সম্পর্কিত কাহিনিও পাওয়া যায়। পাণ্ডবরা অজানায় গন্ধমাদন পর্বতে পৌঁছেছিলেন।

একবার ভীম এক হাজার পদ্ম সংগ্রহ করতে গন্ধমাদন পর্বতে গিয়েছিলেন। সেখানে তিনি একটি বানরকে দেখেছিলেন সে লেজ বিছিয়ে শুয়ে আছে।

ভীম বানরকে লেজ সরাতে বলতেই হনুমানজি বানরের রূপে এসে বলেন, তুমি এটাকে সরিয়ে দাও।

ভীম লেজটি সরানোর চেষ্টা করলেও এক চুলও নড়াতে পারেনি। তখনই ভীম বুঝতে পারেন, ইনি পবন পুত্র হনুমান।

ভীম হনুমানকে প্রণাম করেন। আজও এই পাহাড়ে হনুমানজির মন্দির রয়েছে।