Hindustan Times
Bangla

বাংলাদেশি সুন্দরীর সঙ্গে সেলফি রণবীরের! মেহজাবীনকে কী বললেন অ্যানিম্যাল তারকা?

সৌদি আরবে চলছে রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল, সেখানেই অংশ নিতে হাজির বাংলাদেশি নায়িকা মেহজাবীন

সাবা-র প্রদর্শনীতে অংশ নিতে জেদ্দায় হাজির মেহজাবীন, সেখানেই স্বপ্নের নায়ক রণবীরের সঙ্গে দেখ হল বাঙালি নায়িকার

ছবি উৎসবে যোগ দেওয়ার ফাঁকে জমিয়ে ফ্যানেদের সঙ্গে সেলফি তুলছেন রণবীর, তাঁর ফ্যান-গার্ল মেহজাবীনও

বাংলাদেশি সিনেম ও নাটকের পরিচিত মুখ মেহজাবীন। রণবীরের সঙ্গে কী কথা হল তাঁর? 

নায়িকা জানিয়েছেন, ‘তেমন বিশেষ কিছু না। জাস্ট হাই-হ্যালো। আমি আমার পরিচয় জানালাম, আমার সিনেমাটি সম্পর্কে বললাম...'

এর আগে সৌদি থেকেই উইল স্মিথের সঙ্গেও নিজস্বী পোস্ট করেছিলেন বাংলাদেশি অভিনেত্রী