Hindustan Times
Bangla

টিম ইন্ডিয়ার নতুন নির্বাচক প্রধান অজিত আগরকরের আন্তর্জাতিক কেরিয়ার অত্যন্ত উজ্জ্বল।

আগরকর দেশের হয়ে ২৬টি টেস্ট, ১৯১টি ওয়ান ডে ও ৪টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন।

টেস্টে ৫৮টি, ওয়ান ডে ক্রিকেটে ২৮৮টি ও আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৩টি উইকেট নিয়েছেন অজিত।

২০০৭ টি-২০ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন আগরকর। বিশ্বকাপের ৩টি ম্যাচে মাঠে নেমে ১টি উইকেট নেন তিনি।

২০০২ সালে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সেঞ্চুরি করেন আগরকর।

ওয়ান ডে ক্রিকেটে ভারতের হয়ে সব থেকে কম ২১ বলে হাফ-সেঞ্চুরির রেকর্ড রয়েছে আগরকরের নামে।

নিজের খেলোয়াড় জীবনে সব থেকে কম ২৩টি ওয়ান ডে ম্যাচে ৫০টি উইকেট নেওয়ার রেকর্ড গড়েন আগরকর। এক দশকেরও বেশি সময় অক্ষুন্ন ছিল সেই রেকর্ড।

আগরকর ভারতের ৮ জন ক্রিকেটারের মধ্য অন্যতম, যিনি ওয়ান ডে ক্রিকেটে ১০০০ রান ও ৫০টি উইকেট সংগ্রহ করার পাশাপাশি ৫০টি ক্যাচও ধরেছেন। 

আগরকর ভারতের ১০ জন ক্রিকেটাররে মধ্যে একজন, যিনি ওয়ান ডে ক্রিকেটে ১০০০ রান ও ১০০ উইকেট নিয়েছেন।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টানা সাতটি ইনিংসে শূন্য রানে আউট হওয়ার অবাঞ্ছিত রেকর্ডও রয়েছে আগরকরের।