Hindustan Times
Bangla

চোখকে আরও আকর্ষণীয় করে তুলুন, এভাবে পরুন আইলাইনার

বড়ো, ডাগর, উজ্জ্বল চোখ মুখের সৌন্দর্য এক লহমায় অনেকগুণ বাড়িয়ে তুলতে পারে। জেনে নিন কোন কোন টিপস কাজে লাগালে আপনি প্রফেশনালদের মতো আইলাইনার লাগাতে পারবেন। 

ছোট চোখ এক নিমেষে বড়ো দেখানোর রহস্য লুকিয়ে রয়েছে উইংয়ে। আইলাইনার দিয়ে চোখের কোণে এঁকে নিন নিখুঁত উইং। তাতে চোখের শেপটাও সুন্দর হবে, চোখ বড়ো দেখাবে। 

নিচের ল্যাশলাইনে একটু সফট করে কাজল পরুন। প্রথমে গাঢ় কালো আইলাইনার পরে নিন, তারপর নিচের পাতার লাইনারটা ব্রাশ দিয়ে হালকা স্মাজ করে দিন। তাতে স্মোকি এফেক্ট পাবেন, আপনার চোখ বড়ো দেখাবে।

আপনার চোখ যদি ছোট হয়, তবে আপনার স্টকে থাকতেই হবে ন্যুড আই পেনসিল। প্রথমে ন্যুড লাইনার দিয়ে ওয়াটারলাইন এঁকে নিন, তারপর যথারীতি চোখের বাকি মেকআপ করুন।

বাজারে পেন্সিল, লিকুইড এবং জেলের মতো বিভিন্ন রকমের আইলাইনার আইটেম পাওয়া যায়। এগুনি ব্যবহার করতে পারেন।

লিকুইড আই লাইনার ব্যবহরা করতে আপনি নিজের পছন্দ মতো স্টাইলে তা ব্যবহার করতে পারবেন। চোখের পাতা বরাবর সরু লাইন টেনে দিন কোন পর্যন্ত।

লিকুইড আইলাইনারের ক্ষেত্রে অনেকের সংশয় থাকে যে, তা জল লাগলে নষ্ট হয়ে যেতে পারে বলে। এখন বাজারে অনেক ওয়াটার প্রুফ আই লাইনার পাওয়া যায়।

পোশাক এবং অনুষ্ঠানের সঙ্গে চোখকে মানানসই করে তুলতে ক্যাট আই লাইনার স্টাইল করতে পারেন। ক্যাট আই লাইনার স্টাইলে চোখে বোল্ড লুক আসে। যা আপনাকে আরও আকর্ষণীয় করে তুলতে সাহায্য করে।

অনেকেই চোখের পাতার উপরে এবং নিচেও আই লাইনার ব্যবহার করেন। এই স্টাইল খুবই কমন। যেকোনও উৎসবেই আপনি এমন স্টাইল করতে পারেন।

বিয়েবাড়ি কিংবা উৎসবের মরশুমে নিজেকে অন্যদের থেকে আলাদা করে তুলতে ব্যবহার করুন গ্লিটার আইলাইনার।