Hindustan Times
Bangla

Beauty tips- প্রাকৃতিক উপায়ে গোলাপি গাল পেতে হলে ব্যবহার করুন এই ঘরোয়া টোটকা

গালে প্রাকৃতিক লাল আভা সৌন্দর্যকে বাড়িয়ে তোলে। কখনও কখনও ট্যানিং, মেলানিন বৃদ্ধি এবং ডি-হাইড্রেশনের কারণে গালের গোলাপী আভা চলে যায়।

বেশ কিছু ঘরোয়া উপায়ে গালের গোলাপী আভা ফিরে পেতে পারেন। একনজরে-

গালকে গোলাপি করতে বিটরুট ফেসপ্যাক লাগাতে পারেন। আধা চামচ বিটরুট গুঁড়ো, আধা চা চামচ ক্রিম এবং গোলাপ জল মিশিয়ে ক্রিম তৈরি করুন।

সারা মুখে ফেসপ্যাক লাগিয়ে ১০-১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। চেহারায় ভিন্ন আভা সঙ্গে সঙ্গে নজরে আসবে।

ত্বক শুষ্ক হলে, শুষ্কতা দূর করতে এই ফেসপ্যাকের সঙ্গে মধু যোগ করতে পারেন।

ত্বকের গোলাপি উজ্জ্বলতার জন্য় মুসুর ডালের ফেসপ্যাকও দারুণ উপকারী। এই ফেসপ্যাক তৈরি করতে ২ চামচ মুসুর ডাল গুঁড়ো নিন। ১ চামচ গোলপ জল এবং ২ চামচ দইয়ে মিশিয়ে নিন। 

মুসুর ডালের তৈরি ফেসপ্যাকটি ১০-১৫ মিনিট মুখে লাগিয়ে রাখুন। এরপর জল দিয়ে ধুয়ে ফেলুন। 

১ চা চামচ চন্দনের গুঁড়োর মধ্যে আধা চা চামচ বেসন, ২ চা চামচ গোলাপ জল মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্টটি মুখে ১০-১৫ মিনিট লাগিয়ে রাখুন। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন।

মুখে চন্দনের ফেসপ্যাক শুকিয়ে গেলে প্রথম জলের ছিটিয়ে বৃত্তাকার করে ঘষুন। এতে ত্বকের মৃত চামড়া উঠে ত্বক পরিষ্কার ও উজ্জ্বল হবে।

এই প্রাকৃতিক উপায় ব্যবহারের পাশাপাশি খাদ্য তালিকায় টমেটো, বিটরুট, অ্যাভোকাডো, কুমড়োর বীজ রাখুন। ত্বক ভিতর থেকে সুস্থ থাকবে।