Hindustan Times
Bangla

মেকআপে অপটু? এই প্রোডাক্টগুলি দিয়ে শুরু করুন রূপচর্চা

সদ্য মেকআপ করতে শিখেছেন? শুরুতেই এই সব প্রোডাক্ট অবশ্যই সঙ্গে রাখবেন

ময়েশ্চারাইজার- মেকআপ শুরু করার আগে ময়েশ্চারাইজারের ব্যবহার জরুরি। 

ময়শ্চারাইজারের পর ত্বকের সঙ্গে বাছাই করে সঠিক প্রাইমার ব্যবহার করুন।

ফাউন্ডেশন বাছাই মেকআপের খুব গুরুত্বপূর্ণ একটি অংশ। এক্ষেত্রে লিক্যুইড ফাউন্ডেশন ব্যবহার করুন। এতে মেকআপ ভালো বসে। ত্বক ভালো গ্লো করে। 

প্রচুর ঘাম হলে চূড়ান্ত স্পর্শ দিতে সেটিং বা ফেস পাউডার লাগান। 

চোখের মেকআপের জন্য আইলাইনার, কাজল এবং মাসকারার প্রয়োজন। পরে আইশ্যাডো এবং অন্যান্য় পণ্য ব্যবহার করুন।

মেকআপ হাইলাইট করার জন্য কনট্যুর এবং ব্লাশ গুরুত্বপূর্ণ। তাই ব্লাশ কিট রাখতে ভুলবেন না। সঙ্গে মানানসই লিপস্টিক মেকআপ সম্পূর্ণ করবে।