By
Published 13 Jan, 2024
Hindustan Times
Bangla
ঘরে ফুল ফোটালে কী হয় জানেন?
ঘরে রঙং-বেরঙের ফুল ফোটালে ঘরের সৌন্দর্য বাড়ে ও নেগেটিভ এনার্জি দূর হয়।
সুগন্ধি ফুলের গন্ধে উদ্বেগ ও মানসিক চাপ কমে। মেজাজ ফুরফুরে থাকে।
বাড়িতে ফুলের গাছ থাকলে প্রকৃতিরি সঙ্গে সব সময় সংস্পর্শ থাকে যার ফলে শরীর তরতাজা থাকে।
ঘরে রঙিন ফুল লাগালে দুশ্চিন্তা কমে ও মনোযোগ বাড়ে।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন