Hindustan Times
Bangla

হেয়ার এক্সটেনশন করানোর একাধিক সুবিধা আছে। 

যা যা টোটকা আছে সব করে ফেলেছেন? শ্যাম্পু, তেল বদলেও দেখে ফেলেছেন? তবুও চুলের ঘনত্ব বা লেন্থ বাড়ছে না? তাহলে বাছুন হেয়ার এক্সটেনশন পদ্ধতি। 

কিন্তু কী এই হেয়ার এক্সটেনশন? খারাপ হবে না তো চুল আরও? 

হেয়ার এক্সটেনশন হল এক ধরনের পদ্ধতি, এর মাধ্যমে নকল চুল পাকাপাকি ভাবে আপনার চুলের সঙ্গে অ্যাটাচ করে দেওয়া। 

এর ফলে আপনার চুলের ঘনত্ব যেমন বাড়বে তেমনই লম্বা দেখাবে। 

এমন অনেক মহিলাই আছেন যাঁদের চুল বাড়ে না। তাঁদের জন্য এটা খুবই উপকারী। 

হেয়ারফলের সমস্যা এখন ঘরে ঘরে। চুল ঝরে জন্দের চুল পাতলা হয়ে গিয়েছে এটাও এটা করতে পারেন। 

পার্মানেন্ট হেয়ার এক্সটেনশন করা যায় কিন্তু। আজকাল অনেক পার্লারে এটা করানো হয়ে থাকে। 

পার্মানেন্ট হেয়ার এক্সটেনশন করলে আপনার বারবার এটা করার প্রয়োজন পড়বে না। 

বহু বলিউডি তারকা কিন্তু এই হেয়ার এক্সটেনশন করিয়েছেন