Hindustan Times
Bangla

বাড়িতে কালো কুকুর রাখছেন? জ্যোতিষ কী বলছে এই নিয়ে

অনেকেই বাড়িতে পশু-পাখি পুষতে পছন্দ করেন। তবে অধিকাংশ মানুষ কুকুর পুষতে ভালোবাসেন। জ্যোতিষশাস্ত্র বলছে, এই প্রাণীটিই আপনার ভাগ্য ফেরাতে পারে, সুখ-সমৃদ্ধি এনে দিতে পারে সংসারে। 

শনিবার আপনার পোষ্য কালো কুকুরকে খাওয়ালে শনি, রাহু ও কেতুর কুনজর থেকে দূরে থাকবেন আপনি। 

রোজ কুকুরকে খাওয়ালেও কাটে বেশ কিছু গ্রহদশা। নয়টি গ্রহকে শান্ত রাখে। জ্যোতিষ মতে শনির অবস্থান যদি শক্তিশালী হয় তবে বাণিজ্য ও রাজনীতিতে উন্নতি হয়। 

জ্যোতিষবিদের বক্তব্য, কুকুর পুষলে মা লক্ষ্মী তুষ্ট হন। ফলে সংসারের আর্থিক অবস্থার উন্নতি হয়। 

এর থেকেই স্পষ্ট- কোনও বাড়িতে কুকুর থাকলে কেন সেই পরিবারে ইতিবাচক আবহাওয়া কাজ করে। 

কুকুর থাকলে সেই বাড়িতে রোগ-বালাই ঢুকতে পারে না বলেই দাবি। পরিবারের সদস্যরা সুস্থ থাকেন।

যারা বাড়িতে কালো কুকুর পোষেন, গ্রহের দোষ থেকে মুক্তি পেতে কালো কুকুরকে রুটি খাওয়াতে পারেন।

এই তথ্য শুধুমাত্র বিশ্বাস, ধর্মগ্রন্থ এবং বিভিন্ন মাধ্যমের উপর ভিত্তি করে। কোনও তথ্য বিশ্বাস করার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।