Hindustan Times
Bangla

দাপটের সঙ্গে সন্তোষ ট্রফির সেমিফাইনালে উঠল বাংলা দল। 

বৃহস্পতিবার হায়দরাবাদের ডেকান এরিনায় পিছিয়ে গিয়েও ওড়িশাকে ৩-১ হারাল বাংলা।

বিশেষজ্ঞরা মনে করছেন সঞ্জয় সেনের হাত ধরে বঙ্গ ফুটবলের গৌরব ফিরছে।

গত সন্তোষ ট্রফিতে ভালো ফল করতে পারেনি বাংলার রাজ্যের দল।

গত বছর মূল পর্বে যোগ্যতা পর্যন্ত অর্জন করতে পারেনি বাংলা দল।

সঞ্জয় সেনের হাতে ধরে বাংলা দল ছুটছে অশ্বমেধের ঘোড়ার মতো।

গ্রুপ পর্বে কোনও দল নরহরি শ্রেষ্ঠা, রবি হাঁসদাদের হারাতে পারেনি।

চলতি সন্তোষ ট্রফির কোয়ার্টার ফাইনালে ওড়িশাকে ৩-১ হারিয়ে শেষ চারে উঠল বাংলা।

ম্যাচের ২৪ মিনিটেই রাকেশ ওঁরাও-য়ের গোলে এগিয়ে যায় ওড়িশা।

এরপরে প্রথমার্ধের ইনজুরি টাইমে নরহরি শ্রেষ্ঠার অনবদ্য গোলে সমতায় ফেরে বাংলা দল।

৭৭ মিনিটের পরে অনবদ্য গোল কর ২-১ করেন রবি হাঁসদা।

মনতোষ মাঝির গোল করে ওড়িশার বিরুদ্ধে ৩-১ করে বাংলা।