By Priyanka Mukherjee
Published 27 Apr, 2023
Hindustan Times
Bangla
করোনা আক্রান্ত দেবচন্দ্রিমা, কোভিড নিয়েই গিয়েছিলেন KKR-এর ম্যাচ দেখতে!
বুধবার রাতে সোশ্যাল মিডিয়ায় কোডিভ পজেটিভ হওয়ার কথা জানান 'সাহেবের চিঠি'র নায়িকা
নায়িকা জানান গত রবিবার অসুস্থবোধ করেছিলেন তিনি, ভেবেছিলেন ওয়েদার চেঞ্জের কারণে তেমনটা হচ্ছে, শরীর খারাপ সত্ত্বেও IPL ম্যাচ দেখতে যান ওইদিন
সোমবার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের কাছে ছোটেন দেবচন্দ্রিমা
মঙ্গলবার দেবচন্দ্রিমার মুখের ডানদিকে যন্ত্রণা শুরু হয়, চোখ লাল হয়ে যায়। ওইদিনই জানতে পারেন তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ
অভিনেত্রীর কথায় , তিন বছর আগে কোভিড থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পারলেও হঠাৎ করে কী হল বুঝে উঠতে পারছেন না তিনি
সোশ্যাল মিডিয়া পোস্টে অভিনেত্রী জানিয়েছেন,শারীরিকভাবে আগের চেয়ে ভালো থাকলেও মানসিকভাবে বিপর্যস্ত
নায়িকা জানান, 'খুব গুরুত্বপূর্ণ কিছু একটা আমি হারিয়ে ফেলেছি'
তবে সেটি কী তা খোলসা করেননি দেবচন্দ্রিমা। ফ্যানেদের আশঙ্কা তবে কি কোডিভ আক্রান্ত দেবচনদ্রিমা হিন্দি টেলিভিশনে কাজের সুযোগ হারালেন?
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন