Hindustan Times
Bangla

২০ হাজারের মধ্যেই সেরা ফাইভজি মডেলের ফোন! ফিচার দেখলে লোভ সামলানো মুশকিল

এখন ফোরজি পেরিয়ে ফাইভজির জমানা শুরু‌। তাই ফোন কিনবেন ভাবলে পছন্দের তালিকায় রাখতে পারেন এই মডেলগুলি।

ইনফিনিক্স নোট ৩০ ফাইভজি: ৬.৭৮ ইঞ্চির স্ক্রিনের সঙ্গে রয়েছে ১০৮ এমপি ক্যামেরা ও ৫ হাজার এমএএইচ ব্যাটারি। দাম ১৪,৯৯৯ টাকা।‌

পোকো এক্স৫ ৫: ৬.৬৭ ইঞ্চির স্ক্রিনের সঙ্গে রয়েছে ৪৮ এমপি ক্যামেরা। দাম ১৪,৯৯৯ টাকা।‌

মোটোরোলা জি৬২ ফাইভজি: ৬.৫ ইঞ্চির স্ক্রিনের সঙ্গে রয়েছে ৫ হাজার এমএএইচ ব্যাটারি ও ৫০ এমপি ক্যামেরা। দাম ১৫,৪৯৯‌ টাকা।‌

স্যামসাং গ্যালাক্সি এফ২৩: ৬.৬ ইঞ্চির স্ক্রিনের সঙ্গে রয়েছে ৫ হাজার এমএএইচ ব্যাটারি ও ৫০ এমপি ক্যামেরা। ৪ ও ৬ জিবি র‌্যামের এই ফাইভজি ফোন পাবেন ১৫,৯৯৯ টাকায়।

রেডমি নোট ১২ ফাইভজি: ৬.৬৭ ইঞ্চির স্ক্রিনের সঙ্গে রয়েছে ৫ হাজার এমএএইচ ব্যাটারি ও ৪৮ এমপি ক্যামেরা। দাম ১৭,৯৯৯ টাকা।‌