Hindustan Times
Bangla

ঘরের বারান্দা বা জানলায় গাছ রাখার কথা ভাবছেন? কিন্তু গাছ লাগাবেন ভেবে ভেবে হয়রান? দেখুন টিপস। 

চিরসবুজ গাছগুলো কিন্তু আমাদের বাড়ির ব্যালকনির জন্য একেবারেই আদর্শ। এগুলো সারা বছর সবুজ থাকে বলে দেখতেও বেশ লাগে। বারান্দায় এমন কিছু গাছ লাগান। 

মনস্টেরা বা সিংহের থাবার মতো এই গাছ রাখতে পারেন। সূর্যের আলো পেলেই এই গাছ দারুণ বাড়ে। সবুজ পাতার জন্য ভালো লাগে বেশ। 

রাবার প্ল্যান্ট রাখা যেতে পারে বারান্দায়। এর বড় বড় পাতা বারান্দার শোভা বাড়িয়ে তোলে। 

লম্বা লম্বা পাতা যুক্ত এরিকা পাম গাছ বারান্দা বলুন বা দরজার কাছে বলুন যেখানেই রাখবেন সেখানেই এটা বেশ মানাবে। 

ছোট গাছ পথোস কিন্তু বেশ ভালো জানালার জন্য। 

এছাড়া রাখতে পারেন জেড গাছ। এটিও একটি ছোট গাছ ছোট ছোট পাতা আছে এখানে।