Hindustan Times
Bangla

৪ বার জাতীয় পুরস্কার জিতেছেন, একাধিক ফিল্মফেয়ার পুরস্কারও ছিল তাঁর ঝুলিতে। এমন প্রতিভাবান আর্ট ডিরেক্টর নীতীন দেশাইয়ের আত্মহত্যায় শোকস্তব্ধ বলিউড। চলুন ফিরে দেখা যাক তাঁর সৃজনশীলতার হাত ধরে সেজে উঠেছিল কোন কোন ছবির সেট।

নীতীন দেশাইয়ের হাতে সেজে উঠেছিল ১৯৯৪-এ মুক্তি প্রাপ্ত অনিল কাপুর-মণীষা কৈরালার ছবি '১৯৪২ লাভ স্টোরি' সেট।

১৯৯৬ সালে মুক্তি পাওয়া সলমন খান, মণীষা কৈরালা, নানা পাটেকর অভিনীত ‘খামোশি দ্যা মিউজিক্যাল’ ছবির সেট সেজে উঠেছিল নীতীন দেশাইয়ের হাতে। 

নীতীন দেশাইয়ের হাতে তৈরি হয়েছিল ১৯৯৯-এ মুক্তি প্রাপ্ত সলমন-ঐশ্বর্যকে নিয়ে পরিচালক সঞ্জয়লীলা বনশালির ছবি 'হম দিল দে চুকে সনম'-এর সেট।

শাহরুখ-ঐশ্বর্য-মাধুরী অভিনীত সঞ্জয়লীলা বনশালির 'দেবদাস'(২০০২)-এর সেই রাজকীয় সেটটিও বানিয়েছিলেন নীতীন দেশাই।

২০০০ সালে মুক্তি পাওয়া ঋত্বিক রোশন, প্রীতি জিন্টার 'মিশন কাশ্মীর' ছবির আর্ট ডিরেক্টর ছিলেন নীতীন। ছবির পরিচালক ছিলেন বিধু বিনোদ চোপড়া।

২০০১-এর আমির খানের ছবি 'লগান'-এর শ্যুটিং সেটটিও বানিয়েছিলেন নীতীন দেশাই।

২০০৮-এ ঋত্বিক রোশন-ঐশ্বর্য রাই বচ্চনের 'যোধা আকবর'-এর শ্যুটিং সেটও বানিয়েছিলেন আর্ট ডিরেক্টর নীতীন দেশাই।

২০০৮-এর ব্রিটিশ পরিচালক ড্যানি বয়েলের 'স্লামডগ মিলিয়নিয়র' ছবির দুটি সেট বানিয়েছিলেন নীতীন দেশাই। যার মধ্যে অন্যতম ছবিতে উঠে আসা 'কৌন বনেগা ক্রোড়পতি'র সেটটি।