২০২৪ সালে হিন্দি, বাংলা, দক্ষিণী ছবি মিলিয়ে বহু ছবি মুক্তি পেয়েছে। কিছু বক্স অফিসে হিট করেছে, কিছু করেনি। কিছু প্রশংসিত হয়েছে, কিছু হয়নি। কোন ছবিগুলি তাক লাগাল এই বছর?
কিরণ রাও পরিচালিত লাপাতা লেডিজ ছবিটির সহজ সাধারণ ভাবে গল্প বলার ধরন মন ছুঁয়ে গিয়েছে সবার। এটি এই বছর ভারতের অস্কারে অফিসিয়াল এন্ট্রিও ছিল।
করিনা কাপুর, কৃতি শ্যানন এবং টাবু অভিনীত মহিলাকেন্দ্রিক ক্রু ছবিটি বছরের গোড়ার দিকে নজর কেড়েছিল।
ইমতিয়াজ আলি পরিচালিত অমর সিং চমকিলা ছবিটিকেও এই তালিকায় রাখতেই হয়। তবে বড় পর্দার বদলে OTT-তে মুক্তি পেয়েছিল দিলজিৎ দোসাঁঝ এবং পরিণীতি চোপড়া অভিনীত ছবিটি।
কিল ছবিটি দারুণ প্রশংসিত পেয়েছিল দর্শকদের থেকে।
করিনা কাপুর অভিনীত বাকিংহাম মার্ডার্সও এই তালিকায় অবশ্যই থাকবে।
পায়েল কাপাডিয়া পরিচালিত অল উই ইমাজিন অ্যাজ লাইট কান ফিল্ম ফেস্টিভ্যালে গ্র্যান্ড প্রি পুরস্কার জিতেছে। ৩ মহিলার গল্প নজর কেড়েছে দর্শকদেরও।
বহুরূপী ছবিটি যে খালি বক্স অফিসে দারুণ ভাবে সফল সেটাই নয়। দর্শক থেকে সমালোচক সবার নজর কেড়েছে এই ছবিটি।
তালিকায় রাখতে হয় বছরের প্রায় শেষে মুক্তি পাওয়া দেব অভিনীত খাদান ছবিটিকেও।
মালায়লি ছবি আবেশম একটি অ্যাকশন কমেডি ছবি। ফাহাদ ফাসিল অভিনীত এই ছবিটিও ২০২৪ এর অন্যতম সেরা ছবি।
ব্রহ্মযুগম নামক এই মালায়লি ছবিটিও ২০২৪ সালের অন্যতম সেরা ভৌতিক ছবি।