Hindustan Times
Bangla

লিপস্টিকের ৫টি ট্রেন্ডি ন্যুড শেড সম্পর্কে জেনে রাখুন।

লিপস্টিকের ট্রেন্ড সবসময় পরিবর্তিত হয় এবং বিভিন্ন সময় বানান নতুন শেড ট্রেন্ডিং হতে থাকে।

লিপস্টিকের ন্যুড শেড অভিনেত্রীদের পাশাপাশি অফিসগামী মেয়েদেরও প্রথম পছন্দ হয়ে উঠেছে।

শুধু অফিসেই নয়, যেকোনও বোল্ড পোশাকেও ন্যুড লিপস্টিক লাগাতে পারেন।

আপনিও যদি ন্যুড শেড পরতে পছন্দ করেন তাহলে চলুন আপনাকে কিছু রঙ দেখাই।

আজকাল ন্যুড ব্রাউন শেড খুবই জনপ্রিয়। যেকোনও রঙের পোশাকের সঙ্গে এই লিপস্টিক মানানসই।

ন্যুড বেবি পিঙ্কও আপনাকে দেবে পারফেক্ট লুক।

পিচ রঙের লিপস্টিকও পারফেক্ট লুক দেয়।

বারগান্ডি শেড বেশ সুন্দর। ভালো মানাবে।

ন্যুড শেড লাগানোর আগে ঠোঁট ভালো করে পরিষ্কার করে তারপর হালকা পাউডার লাগান। তারপর ঠোঁটে রঙ লাগান।